ফজলুল হক জয়,কুমিল্লা
“পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চৌদ্দগ্রাম থানার উদ্যোগে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৪ নভেম্বর) বিকালে আয়োজিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি।কমিউনিটি পুলিশিং এর চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জী এম মীর হোসেন মীরু,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল,চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ শাহা তন্ময়,পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মনিরুজ্জামান সহ থানার পুলিশের সকল কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।