চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র সার্বিক নির্দেশনায় উপজেলার গুণবতী ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আহ্বায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার।
রোববার বিকেলে গুনবতী ইউনিয়নে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গুণবতী ইউনিয়ন যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হাসেম, মোস্তাফিজুর রহমান রিপন, মোঃ নাজমুল হাসান মনির, উপজেলা যুবদলের সাবেক সদস্য তৌহিদ উল্যাহ ও উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূঁইয়া।
গুণবতী ইউনিয়ন যুবদল নেতা ইউছুফ হোসেন আরিফ জিয়া’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, বাবলু, গুণবতী বিএনপি নেতা আলম, শাহজাহান, বেলাল উদ্দিন, ইউসুফ উদ্দিন, আব্দুল ওয়াহাব, ইউনিয়ন যুবদল নেতা মাছুম চৌধুরী, মারুফ রেজা, নূর নবী, গিয়াস উদ্দিন, গোলাম রসুল ফয়েজী, জাহিদ হোসেন, সোহাগ, সাইফুল ইসলাম চৌধুরী, ছাত্রদল নেতা রাহাত হোসেন ও মাহাতাবসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।