ফজলুল হক জয়।।
কুমিল্লায় মাইক্রোবাস সহ ১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১২ই জানুয়ারী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে চালক বেশে ১০০/- টাকা করে ভাড়া নির্ধারণ করে মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী ও তার সাথে থাকা চিকিৎসক মোঃ আমানুল ইসলাম নামের দুইজনকে মাইক্রোবাসে তুলে।যেখানে আগে থেকেই অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ছিলো।প্রথমে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের পকেটে থাকা ডেভিড কার্ড নিয়ে ছিনতাইকারীর একজন নিমসার বাজার নেমে কার্ডে থাকা ৬০,০০০ টাকা নিমসার বাজারস্থ ডাচ বাংলা এটিএম বুথ থেকে উত্তোলন করে পুনরায় মাইক্রোবাসে উঠে আটকে রাখা দুইজনের সাথে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার ০৭ নং মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের সাহেব আলী চেয়ারম্যান বাড়ীর রাস্তায় ফেলে চলে যায়।
মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী ও তার সাথের ডাঃ মোঃ আমানুল ইসলাম থানায় অভিযোগ করলে বুড়িচং থানার উপ-পরিদর্শক রুহুল আমিন মামলার তদন্তভার গ্রহণ করে। গত ২৯ এপ্রিল কুমিল্লা সদর সার্কেল এর নেতৃত্বে, ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, উপ-পরিদর্শক মোঃ রুহুল আমিন, এএসআই/ অসীম কুমার সহ বিরতিহীনভাবে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-চ- ১৫-৩৬৩৮ জব্দ করে এবং উক্ত মাইক্রোবাস মালিক ও চালক মামুন হাওলাদারকে ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার
মাদারখোলা এলাকার মৃত সইজুদ্দিন হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৬)।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।