ফজলুল হক জয়।।
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিম আহমেদের পক্ষে নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগ নেতা রৌশন আলী মাস্টার।
২০ মে (শনিবার) উপজেলার চন্দনপুর ইউনিয়নে এক গণসংযোগে যোগ দিয়ে তিনি নৌকার পক্ষে ভোট চান। এসময় জেলা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রওশন আলী মাস্টার বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দানের বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারকেও পুনরায় ক্ষমতায় আনতে হবে বলে জানান তিনি।