চট্টগ্রাম-১৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা আলী আব্বাস
ফজলুল হক জয় ||
চট্টগ্রাম-১৩ আসনে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছেন বিএনপি নেতা আলী আব্বাস। অসহায়,নিপীড়িত এবং সাধারণ মানুষের দুঃসময়ের বন্ধু হিসেবে খ্যাত আলী আব্বাসের নাম চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা)’র সাধারণ মানুষের মুখে মুখে। সামাজিক কর্মকান্ড, দুঃসময়ে দলের তৃণমূলের কর্মীদের পাশে থাকা এবং গরিব-দুস্থ মানুষেকে আর্থিক ও শারীরিকভাবে সব সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলী আব্বাস- সরেজমিন পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৩ আসনে জনপ্রিয়তায় এগিয়ে কে? এমন এক স্থানীয় অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য।
জানা গেছে ব্যক্তিগত জীবনে আলী আব্বাস একজন ব্যবসায়ী। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে তিনি শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাথে সম্পৃক্ত।সততা,নীতি এবং আদর্শ দিয়ে সব সময় সরব ছিলেন দলীয় কর্মকান্ডে।এজন্য বহুবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়তে হয়েছে আলী আব্বাসকে।দলীয় সূত্র মতে,তিনি কখনো দলের বিভিন্ন পদ-পদবী থেকে আবার কখনো দলের পদবীর বাইরে থেকেও বিএনপিকে সুসংগঠিত করার চেষ্টা করেছেন।বিএনপি’র একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করার জন্যে বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আব্বাস অসংখ্য রাজনৈতিক মিথ্যা মামলার আসামি হয়েছেন,জেল জুলুম, হুলিয়ার শিকার হয়েছেন। তারপরও তিনি বিএনপি’র মতাদর্শ থেকে বিচ্যুত হননি।জানা গেছে এ জন্য আলী আব্বাসকে বাংলাদেশের প্রায় সবগুলো জেলখানায় নেয়া হয়েছিলো।
নাম প্রকাশ না করা শর্তে, কর্ণফুলী এবং আনোয়ারার অনেক প্রবীণ এবং তৃণমূল পর্যায়ের বিএনপির অনেক নেতৃবৃন্দ বলেন,দলের দুঃসময়ে যখন কাউকে মাঠে দেখা যায়নি সে সময়ও মাঠে সরব ছিলেন এই আলী আব্বাস।অথচ ৫ আগস্টের পর মাঠে এখন অতিথি পাখির অভাব নেই বলে মন্তব্য করেছেন তৃণমূল পর্যায়ের বিএনপির অনেক নেতাকর্মী।
যোগাযোগ করা হলে আলী আব্বাস তাৎক্ষণিক এক সাক্ষাৎকারে জানান, চট্টগ্রাম-১৩ আসনের জনগণের সঙ্গে তিনি আগেও ছিলেন, বর্তমানে আছেন এবং আমৃত্যু থাকবেন।তিনি বলেন,আমি নেতা নয় বরং জনগণের সেবক হওয়ার জন্য ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।দল আমাকে সেই সুযোগ দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে এই আসনটি দলকে উপহার দিতে পারবো বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
কর্ণফুলী-আনোয়ারা’র সাধারণ ভোটার এবং বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দ মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১৩ আসনে একাধিক প্রার্থীর নাম মাঠে শোনা গেলেও দলীয় মনোনয়ন আলী আব্বাস এর মত একজন ত্যাগী এবং জনপ্রিয় ব্যক্তিকে দেওয়া হলে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ এ আসনে জয়লাভ করতে পারবে।এর ব্যতয় ঘটলে ভরাডুবি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।