নিজস্ব প্রতিবেদন।।
গত বেশ কিছুদিন ধরে প্রকৃতি যেন অনেক রুঢ় হয়ে গিয়েছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।তারই সুযোগ নিচ্ছে কিছু অসাধু আইসক্রিম ব্যবসায়ীরা।
প্রকৃতি যখন অনেক রুঢ় হয়ে গিয়েছে,তাপমাত্রা যখন ৪০ ছুঁইছুঁই তখন একটু শীতল পরশ পাওয়ার জন্যপ্রাণের জীবন ব্যাকুল হয়ে পড়ে। ঠান্ডার খুঁজে ব্যকুল হয়ে পড়ে মানুষ। এই সুযোগে কিছু অসাধু আইসক্রিম ব্যবসায়ীরা গজে উঠেছে।
স্যাকারিন সহ নানা অস্বাস্থ্যকর রাসায়নিক দিয়ে তৈরি এসব আইসক্রিম মানবদেহের জন্য ক্ষতিকর।
রাস্তা-ঘাটে, পার্কে দেখা মেলে এসব আইসক্রিমের। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ এর সমস্ত খাবার থেকে দূরে থাকতে বলেছেন।