নিজস্ব প্রতিবেদন।।
গতকাল শুক্রবার ১৫ জুলাই কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতের সংবর্ধনা ও কুমিল্লা ক্লাবের ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ক্লাবের আয়োজনে সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত এর সংবর্ধনা ও ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি
বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার
এসময় সংসদ সদস্যের সহধর্মীনি ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার, নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ও তার সহধর্মীনি ফারহানা হক শিল্পী,
ক্লাবের সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, ক্লাবের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনা সহ সুশিল সমাজের প্রতিনিধি, ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে কুমিল্লার জনপ্রিয় শিল্পী ইকরাম মোস্তাফিজ এবং পপলুসহ ভারতীয় ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।