ফজলুল হক জয়।।
গতকাল ৩ আগস্ট কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে কুসিকের দ্বিতীয় মাসিক সভায় ৩ জন প্যানেল মেয়র নির্বাচন করা হয়। নির্বাচিত প্যানেল মেয়রগণ এই প্রথমবারের মতো এই পদে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র পদে তিনটি পদে ৩ জনের নাম প্রস্তাব করেন পরিষদের সদস্যরা। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হন।
১ নং প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হন কুসিকের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদি,২ নং প্যানেল মেয়র হন কুসিকের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনি এবং ৩ নং প্যানেল মেয়র ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর কায়সারা বেগম সুমি। নির্বাচিত প্যানেল মেয়র গণ ইতিপূর্বে বিভিন্ন মেয়াদে একাধিকবার কাউন্সিলর থাকলেও প্যানেল মেয়র হিসেবে এই প্রথমবার দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ২য় মাসিক সভায় ২ কোটি ৭৬ লক্ষ টাকার একটি উন্নয়ন প্রকল্প ই-টেন্ডারে কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।