ফজলুল হক জয়।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য আলোচনায় থাকা এমএ মতিন এমবিএ।সোমবার (২০ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রায় ৩০ জন সম্ভাব্য প্রার্থী।সমাজসেবায় উল্লেখযোগ্য অবদান এবং রাজনীতিতে সক্রিয় সম্পৃক্ততার কারণে এ আসনের হেভি ওয়েট প্রার্থীদের তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন আওয়ামী লীগের এই নেতা।