এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ হোসেন। সোমবার (২৭ নভেম্বর) মনোনয়ন বঞ্চিত হয়ে বাকশীমূল নিজ গ্রামের বাসভবনে এ ঘোষণা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সময় কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তার বাবার কবর জিয়ারত করেন এবং বৃদ্ধ মায়ের জন্য দোয়া করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যাকে নমিনেশন দেবেন তার সঙ্গে একজন ডামি কেন্ডিডেটও রাখতে বলেছেন এবং অন্যান্য প্রার্থী যারা আছেন তাদেরকে সহযোগিতা করতে বলেছেন। উনি ওয়ার্নিং দিয়েছেন যে, কোনোভাবে নির্বাচনবিহীন অথবা বিনা প্রতিদ্বন্ধিতায় কাউকে আসতে দেওয়া হবে না। এর মানে হচ্ছে অংশগ্রহণমূলক ও উত্তেজনাপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। এ জন্য আমি আমার নিজের এলাকা বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বানানোর জন্য মায়ের দোয়া নিয়েই নির্বাচন করার ঘোষণা দিয়েছি।গত ২৬ নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় সংসদের কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এডভোকেট আবুল হাশেম খান।সাবেক আইন মন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু মৃত্যুর পর এ আসনটি শূন্য হাওয়াতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে তিনি প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে এবার এ আসনে নির্বাচনে লড়তে হলে নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে লড়তে হবে। ইতি মধ্যে সাজ্জাদ হোসেন তার নির্বাচনীয় এলাকার সকল কেন্দ্রের নেতাকর্মীদের কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাকশীমূল ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম আব্দুল হক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন জাহের চেয়ারম্যান, আওয়ামী লীগের বাকশীমূল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাবেক জেলা পরিষদের সদস্য হাজী তারেক হায়দার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ মুন্সী, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, মাসুদজ্জামান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,বি আর ডিবির চেয়ারম্যান শরীফুল ইসলাম ভূইয়া, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল,আল হেলাল,হাসানুজ্জামান হাসানসহ অসংখ্য নেতাকর্মীরা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।