এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন। তিনি ফুলকপি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দিনেই তার নির্বাচনী প্রচার-প্রচারণায় কয়েক হাজার সমর্থক অংশ নেন। এতে সাধারণ মানুষের মাঝে নির্বাচনের উৎসব বিরাজ করছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মরহুম বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার চেয়ারম্যানের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। প্রথমে ময়নামতি ইউনিয়নের হরিণধরা প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করেন, তারপর নির্বাচনী গণসংযোগ করেন দেবপুর বাজার, চান্দসার জিয়াপুর, নামতলা, শাহদৌলতপুর, ময়নামতি সাহেবের বাজার তার প্রতীক ফুলকপি মার্কা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। পরে ময়নামতি সাহেবের বাজারে ফুলকপি প্রতীকের গণমিছিল হয়।এ সময় প্রচারণায় হাজার হাজার মানুষের ঢল নামে। পরে কালাকচুয়া ও করিমাবাদ গণসংযোগ ও পথসভা করেন তিনি। প্রচারণায় অংশ নেয়া আতাউর রহমান, আলাউদ্দিন মঞ্জিল, জাবেদ হোসেন মেম্বার তারা বলেন, যদি সাজ্জাদ হোসেন ভোটে বিজয় হন, তাহলে আমাদের এ আসনের ব্যাপক উন্নয়ন হবে। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। দেশব্যাপী উন্নয়ন হয়েছে ঠিক, কিন্তু আমাদের এ আসনে দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখানকার মানুষ সব উন্নয়ন থেকে বঞ্চিত। পথসভা ও গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, আপনাদের ভালোবাসা ও বিশ্বাস থাকায় আজ আমি একজন এমপি প্রার্থী। আমি ভোটে দাঁড়ালাম শুধু আপনাদের সেবা করা ও এই আসনের উন্নয়ন করার জন্য। আমি কখনও আপনাদের কাছ থেকে কিছু নিতে আসব না। শুধু আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলেই আমি এ আসনটাকে একটি আধুনিক আসনে রূপান্তর করতে পারব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন একদিন, আর আমি আপনাদের আগামী পাঁচ বছর সেবা করব। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার সঙ্গে এ আসন থেকে ভোট করবেন নৌকার মনোনীত প্রার্থী ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল হাসেম খান । এছাড়াও আরও সাত প্রার্থী ভোটের মাঠে লড়বেন। তারা হলেন- জাহাঙ্গীর আলম (লাঙ্গল), এডভোকেট রাসেল (উদীয়মান সূর্য), আলহাজ্ব মুফতি বাকীউল্লাহ (একতারা), জাহাঙ্গীর খান চৌধুরী (কাঁচি), এমএ জাহের (কেটলি), এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি (ট্রাক) ও শওকত মাহমুদ ( ঈগল)। স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তারেক হায়দার, এডভোকেট কিংকর দেবনাথ, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক, পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জাহের, বুড়িচং উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল, জাবেদ মেম্বার, জসীম মেম্বার, শামীম মেম্বার, যুবলীগ নেতা আতাউর রহমান, রিংকু মেম্বার, ইয়াসমিন মেম্বার, নারী নেত্রী বিলকিস আক্তার, পারুল আক্তার, বুড়িচং জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জসীম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগ নেতা রাশেদুল ইসলাম সুমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী সমর্থক প্রমুখ।