এন.সি জুয়েল,কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিল করলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সাহিদা আক্তার এর নিকট।
এসময় বীরমুক্তিযোদ্ধা এড.আবুল হাসেম খানের দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। ফলে এরই মধ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে ভোটের উৎসব বিরাজ করছে। উৎসব- আমেজের মধ্যে দিন অতিবাহিত করেছে নেতাকর্মীরা। তারা সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবুল হাসেম মেম্বার, জিএমএন জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক, ভারেল্লা উঃ সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল হোসেন, ফারুক খান,রিপন খান মেম্বার, যুবলীগ নেতা হিমেল খান, মোতায়েব, সোলাইমান,
উপজেলা ছাত্র লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, ছাত্র লীগ নেতা আল আমিন ভূইয়া, জামশেদ আলম, ইকবাল হাসান মেহেদী সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।