ফজলুল হক জয়||
কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনে ২৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে।কুমিল্লা মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরিদ মিয়া ও সাধারণ সম্পাদক নিজাম খানের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এদিন সম্মেলনে অংশগ্রহণ করেন।
নগরীর রানীর বাজার থেকে রং-বেরঙের প্লেকার্ড,পেস্টুন,এবং ব্যানার নিয়ে ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছতে দেখা যায় কুমিল্লা নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরিদ মিয়া ও সাধারণ সম্পাদক নিজাম খানকে।
এ সময় তারা জানান, সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন যাবত কাজ করেছেন তারা এবং সে অনুযায়ী ব্যাপক সাড়াও পেয়েছেন।