কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন হুমায়ুন কবির রনি
ফজলুল হক জয়।।
আগামী ৩০ জুলাই কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই নির্বাচনে সহ- সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি।
দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে সাধারণমানুষ এবং সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বইছে।মোট ১৭ টি পদের বিপরীতে কুমিল্লার প্রবীণ-নবীন সাংবাদিক মিলিয়ে অনেকেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যে অনেকেই চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা হয়েছেন।উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নির্বাচন কমিশনার হিসেবে সাংবাদিক আবুল হাসানাত বাবুল এবং এড. মাহবুবুর রহমান দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক হুমায়ুন কবির রনি এক দশকের উপরে একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে ইতিমধ্যেই সবার কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।মানুষের দুঃখ-দুর্দশায় সব সময় তিনি কাজ করার চেষ্টা করেন। সাংবাদিকদের কল্যাণে কাজ করতে পছন্দ করেন প্রবীণ এই সাংবাদিক।
নিঃস্বার্থভাবে অনেককেই তিনি দিয়েছেন সাংবাদিকতার হাতে খড়ি।
সঠিক নেতৃত্বের গুণাবলী কারণে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পরপর তিন বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সাংবাদিক হুমায়ুন কবির রনি। সংস্কৃতিমনা এই সাংবাদিক নির্বাচিত হলে কুমিল্লা প্রেসক্লাব আরো সমৃদ্ধ হবে বলে অনেক সাংবাদিকরা মনে করছেন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই কুমিল্লা প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে যা চলবে বিকেল ৩ঃ০০- ৬ঃ০০ পর্যন্ত ।