ফজলুল হক জয়||
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর হোটেল এলিট প্যালেস রেস্টুরেন্টের একটি অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত কমিটির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক আমিরুজ্জামান আমির,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উতবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলার সকল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।