ফজলুল হক জয়||
কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
১৯ মার্চ( বুধবার) বুড়িচং উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে ২০২৫/২৬ এর
সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন।
এতে মাওলানা জহিরুল ইসলাম সেলিম সভাপতি এবং মাওলানা আনিসুর রহমান আশরাফী সেক্রেটারি নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মাও: ইসমাইল, প্রোগ্রাম পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি মাও: সৈয়দ আব্দুল কাদের জামাল উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ,আজকের সভায় একটি সহযোগী সংগঠের আত্ম প্রকাশ হয় (ইমামদের নিয়ে) আহবায়ক মাও: ইলিয়াস রাহমানী, যুগ্ম আহবায়ক – মাও আল আমিন, সদস্য সচিব – মাও:আবু মূসা সহ ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।