ফজলুল হক জয়।।
‘সার্ভিস ফর পিপল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় এক অসচ্ছল ব্যক্তিকে যৌথভাবে গৃহ প্রদান করেছে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া ও রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্ট।
শনিবার (২৯ এপ্রিল) জেলার বুড়িচং থানাধীন ময়নামতির দেবপুর বাজারের মইনপুরে রোটারী ৩২৮২ এরিয়ার অন্তর্ভুক্ত এ দু’টি ক্লাবের যৌথ উদ্যোগে ‘লো কস্ট হাউজিং’ নামের এই প্রকল্পটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সভাপতি রোটাঃ আতাউল মাসুদ রাজিব (পিএইচএফ),সদস্য সচিব রোটাঃ ফজলুল হক জয়, অতীত সভাপতি-রোটা: শাহ জাবেদুল হক সাগর(জোনাল কো-অর্ডিনেটর, ৩২৮২) ,রোটা: আলহাজ্ব আব্দুল মতিন( ডেপুটি গভর্নর, ৩২৮২), ৩২৮২ এর এসিস্টেন্ট গভর্নর রোটা: মাহফুজুর রহমান বাবুল প্রমুখ।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের সভাপতি রোটাঃ মোশাররফ হোসেন শাকিল, রোটা: সিপি কাজী জহিরুল ইসলাম, অতীত সভাপতি-রোটা: আরিফুল ইসলাম সোহাগ(এসিস্ট্যান্ট গভর্নর, ৩২৮২), রোটা: এয়ার আহমেদ,রোটা: আজাদ কামাল,
রোটা: মনোয়ার হোসেন ও স্থানীয় ইউপি সদস্য।
প্রকল্পটির সুবিধাভোগীর নাম মো: জামশেদ। তিনি পেশায় একজন সানি ইমাম।