ফজলুল হক জয়।।
কুমিল্লায় রোটারী ক্লাব অব ভিক্টোরিয়ার ৩৮৭ তম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল সন্ধ্যায় ক্লাবের নিয়মিত সভাস্থল গোল্ড সিলভার হোমসের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভার প্রথম অংশের সভাপতি রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সহ-সভাপতি রোটা: ফজলুল হক জয় এবং দ্বিতীয় অংশের সভাপতি রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার বর্তমান সভাপতি রোটা: রেহান উদ্দিনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.পি. রোটা: শফিকুল ইসলাম শামীম,রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার চাটার্ড প্রেসিডেন্ট রোটা: অধ্যাপক ফারক আহমেদ,রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার অতীত সভাপতি রোটা: শাহ জাবেদুল হক সাগর,রোটা: আব্দুল্লাহিল বাকী, রোটা: সুলতানুল আরেফিন টারজান, রোটা:কাজী জাকির হোসাইন, রোটা:মাহফুজুর রহমান বাবুল, আই পি পি আতাউল মাসুদ রাজিব।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান সেক্রেটারি রোটা: সেলিম রেজা,উপদেষ্টা রোটা: হুমায়ুন কবির,বিশিষ্ট শিল্পপতি রোটা: শাহ আলম,রোটা: শ্যামল মিত্র দর,রোটা: শিমুল দত্ত, রোটা: সাইফুদ্দিন রনি,রোটা: ড. এনাম,রোটা: রকি, রোটারেক্টর ফাইরোজ, শেখ সাদী, চাল সাবিল প্রমুখ।
সভায় নবাগত সদস্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সভাপতি রাহান উদ্দিন।নবাগত সদস্যদের মধ্য থেকে দুজন সদস্য পিএইচএফ হওয়ায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। উক্ত সভার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ‘ফ্যামিলি ডে’ কে কেন্দ্র করে।