কুমিল্লায় বিবেক এর উদ্যোগে ইফতার মাহফিল
সাকলাইন যোবায়ের।।
আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন বিবেক এর ৩ বছর পূর্তি উপলক্ষ্যে মাদরাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক আলহাজ্ব শাহ্ মো: আলমগীর খান মাইজভান্ডারি, ক্রিড়া সংগঠক বদরুল হুদা জেনু, অধুনা থিয়েটার এর পৃষ্ঠপোষক সহিদুল হক স্বপন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশন ও আমাদের সময় এর স্টাফ রিপোর্টার সাইয়্যিদ মাহমুদ পারভেজ, দৈনিক শিরোনাম এর সম্পাদক নিতিশ সাহা, দৈনিক বাংলার আলোড়ন এর সম্পাদক মো রফিকুল ইসলাম, দৈনিক ভোরের সূর্যোদয় এর সম্পাদক মো ফিরোজ মিয়া, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হতে, ৭১ টেলিভিশন এর জেলা প্রতিনিধি, কাজী এনামুল হক ফারুক, বসস এর প্রতিনিধি অশোক বড়ুয়া, দৈনিক আজকের কুমিল্লা এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের বলেন, করোনার ক্রান্তি লগ্নে মানুষ যখন নিজের পিতা মাতার লাশ রাস্তায় রেখে চলে যেত তখন বা করোনায় আক্রান্ত হলে পিতা মাতাকে ফেলে চলে যেত বাবা তার সন্তানকে রেখে চলে যেত ঠিক তখনি আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন বিবেক এগিয়ে আসে। বিবেক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু এর অক্লান্ত পরিশ্রম দিয়ে বিবেক প্রতিষ্ঠা করেন। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা ইফতার এর আগে আমি আল্লাহ পাকের কাছে এ ফরিয়াদ করি যেন তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য ইউসুফ মোল্লা টিপুকে শক্তি সামর্থ দান করেন।