কুমিল্লা প্রতিনিধি।।
র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে কুমিল্লায় নিউজ টুয়েন্টিফোর টিভির ৮ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির জীবনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা জুয়েলারি মালিক সমিতি ও সুজনের সভাপতি শাহ মোঃ আলমগীর খান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, বাংলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) ড. সাহেদ মন্তাজ, কুমিল্লা শিল্পকলা একাডেমির কালচারার অফিসার আয়াজ মাবুদ, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুন, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি, ওমর ফারুকী তাপস, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবুসহ আরো অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে সংবাদকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করেন।