এন.সি জুয়েল , কুমিল্লা
কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা সেলস অফিসের আওতাধীন রায়হান এজেন্সি অফিসে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লার ঝাউতলা অজান্তা টাওয়ারের ৭ম তলায় কোম্পানির রায়হান এজেন্সির অফিসে রায়হান এজেন্সির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা রায়হান এজেন্সির ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কুমিল্লা সেলস এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ( ডিভিপি) মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কুমিল্লা সেলস এর আলম এজেন্সির ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল আলম, আরিফ এজেন্সির ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার আরিফুর রহমান ভূঁইয়া, কুমিল্লা সেলস অফিসের একাউন্টস অফিসার অসীম চন্দ্র সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির রায়হান এজেন্সির ইউনিট ম্যানেজার সপ্না রানী সাহা , মোঃ মালেক , মোসাঃ ফারিয়া আক্তার, মোঃ মাজহারুল ইসলাম,অফিস সহকারি মোসাঃ ফারিয়া আক্তার সহ রায়হান এজেন্সির সকল ফাইন্যান্সিয়াল এসোসিয়েট ও গ্রাহকবৃন্দ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ডিভিপি মোঃ মোস্তফা কামাল সকল গ্রাহক ও কর্মীদের উদ্দেশ্যে কোম্পানির বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বলেন বিগত দিনে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সবসময় গ্রাহকের দাবি পূরণ করে গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে, গ্রাহকের মৃত্যুদাবি থেকে শুরু করে সকল দাবি সঠিক সময়ে দিয়ে ইতিমধ্যে কয়েকবারই দেশের অন্যান্য বীমা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এই প্রতিষ্ঠানটি দ্রুততম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। তিনি তার বক্তব্যে কোম্পানির সকল সুযোগ সুবিধা সকলের মাঝে তুলে ধরেন এবং তিনি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে অংশীদার হওয়ার ও বীমাখাতে অবদান রাখার আহবান জানান।