ফজলুল হক জয়।।
কুমিল্লায় মহিলা আ’লীগ নেত্রী কোহিনূর বেগমের নেতৃত্বে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পৃষ্ঠপোষকতায় নির্বাচনী প্রচারাভিযান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী নেত্রীগণ অংশগ্রহণ করেন।নির্বাচনী প্রচারণার বিভিন্ন পদ্ধতিও কলা-কৌশল নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেনাইর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের সহ-সভাপতি রাশেদা বেগম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক কর্মকর্তা আবুল বাশার,কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নি,লালমাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার।প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নারী নেত্রী খন্দকার ফরিদা, এডভোকেট ববি, মীর হাজেরা হিরা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নারী নেতৃবৃন্দ।