কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সাথে অশালীন আচরণসহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের ও অ্গং-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় ঘন্টা ব্যাপি অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঝাড়ু ও প্রতিবাদী ফেস্টুন নিয়ে অবস্থান নেয় এমপি সমর্থকরা। কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল এবং উপজেলা চেয়ারম্যানের হাতাহাতির ঘটনার পর থেকে উভয় পক্ষই বিক্ষোভ সমাবেশ করে আসছে।
গত শনিবার সংসদ ভবনের এলডি হলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভায় চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ উঠে রাজী ফখরুলের বিরুদ্ধে।
এমপি সমর্থকরা তার উল্টো অভিযোগ করে আজ বিক্ষোভ সামাবেশ করেন।