স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারে গতরাত নয়টা ৩০ মিনিটের সময় কোম্পানীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে দেবিদ্বার ২ নং ওয়ার্ডের মির্জানগর গ্রামের কাজী জসিমের(৩৫)উপর একদল সন্ত্রাসী হামলা চালায়।স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা হল তার নিজের চাচাতো ভাই। ঘটনাটি ঘটে বনানী লেডিস টেইলারের সামনে হামলা কারীরা ১। কাজী হারুন অর রশিদ (৬০)৷ ২। মনির হোসেন (৩০) ৩। শাহীন মিয়া (৩৫) তারা সবাই একই গ্রামের বাসিন্দা। কাজী শাহীন রামদা দিয়ে কাজী জসিমের উপর আঘাত করলে কাজী জসিম অজ্ঞান হয়ে যায়। এবং কাজী জসিম এর কাছে ৫ লক্ষ টাকা এবং বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনাটি দেখে আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়। তারপর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কাজী জসিমকে কুমেক হসপিটালে প্রেরণ করেন।গ্রামের স্থানীয় মোহাম্মদ মিজান মিয়া ও মহিউদ্দিন আল আমিন এবং মফিজ বলেন তারা দীর্ঘদিন ধরে জড়িত সন্ত্রাসীর কার্যকলাপ ও মাদক বেচাকেনাকরে আসছে,সমাজের কেউ এসব বাধা দিলে তার ওপর চলে আসতো নির্মম আঘাত ও নির্যাতন। আরো জানা যায় যে – সে ইতিপূর্বে ঢাকার বনানীতে মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। এখন সে গ্রামে এসে এই মাদকের ব্যবসা শুরু করে দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে দিচ্ছে। এখন গ্রামবাসীর কথা তাকে আইনের আওতায় এনে তার এসব ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনকে জানিয়েছেন।কাজী শাহিন এর মুঠোফোনের কল দিয়ে যোগাযোগ করতে চাইলে তাহার মোবাইলে কোন সংযোগ পাওয়া যায় না।এদিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত অফিসার শাহিনুল ইসলাম জানান ভুক্তভোগী মোঃ কাজী জসিম কোন মামলা দায়ের করেননি অপরদিকে বিবাদী কাজী শাহিন জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।