কুমিল্লায় সোলার লাইট স্থাপন সহ মানব সেবা দিয়ে যাচ্ছে ‘স্বপ্ন ছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডে
ফজলুল হক জয়।।
‘সার্ভিস ফর পিপল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে সোলার লাইট স্থাপন করা হয়।
গতকাল (শুক্রবার) উপজেলার ১ নং কাশিনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যুগিরকান্দি (খুন্তা) গ্রামে মো: জহিরুল হক খোকন মিয়ার সভাপতিত্বে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন তার বক্তব্যে জানান,সাধারণ মানুষের সেবার ব্রত নিয়ে ২০২০ সালের ৪ এপ্রিল এক দল তরুণের সমন্বয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।বর্তমানে ৬০ জন সদস্য(যাদের অধিকাংশই প্রবাসী) নিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মসজিদে এসি সেবা প্রদান করা,গরীব মেয়েদের বিয়েতে এবং অসচ্ছল রোগীদেরকে আর্থিক অনুদান প্রদান,সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সোলার লাইট স্থাপনসহ নানাবিদ কার্যক্রম।কামাল হোসেন এই সংগঠনে যারা আর্থিক অনুদান প্রেরণ করেছেন বিশেষ করে সংগঠনের সহ-সভাপতি
হান্নান শিকদার,বিল্লাল শিকদার, ফারুক শিকদার,ওমর ফারুক
ও জাকির সিকদারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্ন ছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহ- সাধারণ সম্পাদক,মোঃ আলী, মোঃ দুলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইলিয়াস হোসেন,অধ্যক্ষ মাওঃ আবু তাহের,ইউপি সদস্য গিয়াস উদ্দিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।