ফজলুল হক জয় ||
কুমিল্লায় রূপসী বাংলা কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর ( বুধবার) কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে এক জাকজমকপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।
রূপসী বাংলা কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও সরকারী মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রূপসী বাংলা কলেজ এর সভাপতি সৈয়দ শামসুল তাবরীজ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন গোল্ড সিলভার হোমস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আলহাজ্ব ফারুক আহমেদ, রূপসী বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রূপসী বাংলা কলেজের উপদেষ্টা অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সেক্রেটারি মো. ফরহাদ হোসেন মজুমদার, ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিয়া মো. আকছির। মহাগ্রন্থ আল কোরআন তিলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আহ্বায়কের বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. মনজিল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোতালেব। একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলে ফুলে ও গানে গানে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন মজুমদার ইরা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারন করেন নোয়াখালী মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সাদিয়া আক্তার মুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মোবাইল সচেতনতা, যোগ্য ও দক্ষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য উদাত্ত আহবান জানান। তিনি বলেন,নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন গবেষণাধর্মী কাজ করা। আজ আমরা যে সকল গুরুত্বপূর্ণ স্থান থেকে দেশের সেবা করছি তোমরাও আগামী দিনে আমাদের চেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে দেশ ও জাতিকে উন্নত ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আমার প্রত্যাশা।
অনুষ্ঠনের সভাপতি অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান এর ধন্যবাদ জ্ঞাপন পর সরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5.00 প্রাপ্ত কৃতি শিক্ষার্থদের সংবর্ধনা ক্রেস্ট ও অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদানের পর অনুষ্ঠানের ১ম পর্বের সমাপ্তি হয়। এর পর অনুষ্ঠানের উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের আপ্যায়নর শেষে কলেজের নিজস্ব সাংস্কৃতিক সংগঠন ঐকতান সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ও কুমিল্লা সিন্দাবাদ শিল্পী গোষ্ঠির যৌথ পরিচালনায় ২য় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।