ফজলুল হক জয়||
কুমিল্লায় জেলা প্রশাসকের সাথে মতোয়াল্লি সমিতি, কুমিল্লা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আমিরুল কায়ছারের সভাপতিত্বে ও মোতাওয়াল্লী সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবিরুল ইসলাম খান।
মতবিনিময়ের সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
এতে স্বাগত বক্তব্য দেন মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশ ও বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কাজী বেলাল আহমেদ খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোর্শেদ চৌধুরী; আলমগীর হোসেন; মাওলানা শাহাজান সরোয়ার ও মুফতি ইব্রাহিম, ও ডাক্তার আবুল ফজল মেহেদী। উপস্থিত বক্তাগণ তাদের ওয়াকফ এস্টেটের নানাবিদ সমস্যা তুলে ধরেন এবং জেলা প্রশাসক এ সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্য মতয়াল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওবায়দুল হক; আরিফুল হক নোমান; আনোয়ার হোসেন প্রমুখ।