এন.সি জুয়েল, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা শাখার উদ্যোগে বিভিন্ন অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর কালিয়াজুরী পাক্কার মাথা সংলগ্ন কোড়েরপাড় এলাকায় অর্ধশতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা’র কুমিল্লা জেলা শাখার সভাপতি মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কোরেরপাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরু মিয়া, সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক জুয়েল রানা, সহ-সভাপতি সাংবাদিক ফেরদৌস মাহমুদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এন.সি জুয়েল, ব্যাংকার শাহআলম, মোঃ রিংকু, আঃকাদের, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম নজু সদ্দার, মোঃ ফারুক মিয়া, বাবু, বিল্লাল, সাংবাদিক আর.জে রিমা, সাংবাদিক আফসানা আক্তার , সাংবাদিক শরিফুল ইসলাম, ছাত্র নেতা জাহিদ হাসান, জয়নাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় এলাকার অর্ধশতাধিক হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল তুলে দেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন জাতীয় সাংবাদিক সংস্থা সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় দরিদ্রের পাশে দাড়াচ্ছে, বগুড়াতে দরিদ্রদের মাঝে গরু বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে, আমরা ও ভবিষ্যতে বিভিন্ন ভাবে দরিদ্রদের জন্য পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।