ফজলুল হক জয় ।।
বৈষম্যবিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে কুমিল্লা মহানগর বিএনপি।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদে জুমআর নামাজ শেষে এই দোয়ার আয়োজন করা হয়।
মসজিদের ইমাম মুফতি ইব্রাহীম ক্বাদেরী দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ নেতৃবৃন্দ।