ফজলুল হক জয়||
কুমিল্লার সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ /২০২৪-২৫ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত জেলার আদর্শ সদর উপজেলার বিঘা প্রতি ৫৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রতি কৃষকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি উফশী বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার রোমেন শর্মা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: তানজিলা ফেরদৌসি, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: ফারজানা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রিয়াদ হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা রহমান জলি,বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ।