১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি| রাত ১২:০২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
অযাথা সময় নষ্ট না করে খেলাধুলায় মনোনিবেশ করুন-ভিপি ওয়াসিম গভীর সংকটের মুখোমুখি দেশ: নির্বাচন প্রশ্নে চলছে সুপরিকল্পিত চক্রান্ত- অধ্যাপক সেলিম ভূঁইয়া শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত। শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত। মনোহরগঞ্জে ৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টা কুমিল্লায় দুই শতাধিক সুবিধা বঞ্চিত মাঝে একতাই শক্তি’র ঈদ উপহার কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এ্যাব এর শ্রদ্ধা নিবেদন কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ্যাব এর দোয়া ও ইফতার মাহফিল কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার কমিটি পুনর্গঠন কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুমিল্লায় অমুসলিম ধর্মালম্বী শিক্ষকদের সাথে জামায়াতের মত বিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪,
  • 91 Time View
Oplus_0

ফজলুল হক জয় ||

কুমিল্লায় অমুসলিম ধর্মালম্বী শিক্ষকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর (রবিবার) কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ ‘গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হল’ এ শতাধিক অমুসলিম ধর্মালম্বী শিক্ষকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শিক্ষক ( সংগঠনিক) থানার উদ্যোগে এ মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়।

মহানগর মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী (শিক্ষক থানা)’র আমীর অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মু. নুরে আলম খন্দকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা’র সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর শিক্ষক থানার সেক্রেটারি অধ্যাপক মো. সহিদুল ইসলাম, শিক্ষক থানার শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি আবু আকমান মো. মাসুম মজুমদার, কলেজ শিক্ষক পরিষদের মহানগর সহ-সভাপতি কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অধ্যাপক মো. খোরশেদ আলম, ও মাধ্যমিক শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগরীর সভাপতি নোয়াপাড়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. আবদুল হাই শরীফ প্রমুখ।

মতবিনিময় সভায় অমুসলিম শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস, বরুড়া পয়ালগাছা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুনীলেশ মজুমদার, কুমিল্লা হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও কুমিল্লা অভয় আশ্রমের সাধারণ সম্পাদক উত্তম কান্তি নাথ, বিজ্ঞান কলেজের প্রভাষক জনি সরকার সহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এ দল কোরআন ও সুন্নাহর আলোকে জনমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে বদ্ধপরিকর। বক্তারা বলেন, জামায়াতে ইসলামের কাছে সকল ধর্মের, বর্ণের মানুষের সমান অধিকার।বক্তারা উল্লেখ করে বলেন,জামায়াতে ইসলামের কাছে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কোন শব্দ নেই সবার একটাই পরিচয় বাংলাদেশী।বাংলাদেশে জামায়াতে ইসলামী অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।

মতবিনিময়ে সভা শেষে আগত অতিথিবৃন্দের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category