ফজলুল হক জয় ||
কুমিল্লায় অমুসলিম ধর্মালম্বী শিক্ষকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর (রবিবার) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শিক্ষক ( সংগঠনিক) থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহানগর মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী (শিক্ষক থানা)’র আমীর অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মু. নুরে আলম খন্দকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা’র সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আব্দুল হাই শরীফ,জাহাঙ্গীর আলম,অধ্যাপক খোরশেদ আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক বৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন,সুন্নাহ মোতাবেক একটা আদর্শ দল যার কাছে সকল ধর্মের মানুষের সমান অধিকার।বক্তারা উল্লেখ করে বলেন,জামায়াতে ইসলামের কাছে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কোন শব্দ নেই সবার একটাই পরিচয় বাংলাদেশী।বাংলাদেশে জামায়াতে ইসলামীই একমাত্র দল যাদের কাছে অমুসলিমরা শতভাগ নিরাপদ।
মতবিনিময়ে সভা শেষে আগত অতিথিবৃন্দের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।