ফজলুল হক জয়।।
দক্ষিণ কুমিল্লার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্যাত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘এলাম্নাই অ্যাসোসিয়েশন’ এর পূর্বের কমিটি দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেছে।
শনিবার (২২ জুলাই) নগরীর গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এসোসিয়েশনের বর্তমান সভাপতি মো: তারিকুল হাসান সুমনের সভাপতিত্বে এবং সদস্য মো: ইসরাফিল মুর্তজার সঞ্চালনায় এক বিশেষ সভার মধ্য দিয়ে এ দায়িত্বভার গ্রহণ করে ।অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্বহাল হয়েছেন ইংরেজি বিভাগের ১৯৯৬-৯৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমান সভাপতি মো: তারিকুল হাসান সুমন,সহ-সভাপতি পদে পুনর্বহাল হয়েছেন ১৯৯৬-৯৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমান সহ সভাপতি বিজয় কুমার মজুমদার,সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল হয়েছেন ১৯৯৮-৯৯ সেশনের শিক্ষার্থী,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমান সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান এবং কোষাধ্যক্ষ পদে পুনর্বহাল হয়েছেন ১৯৯৭-৯৮ সেশনের শিক্ষার্থী এবং বর্তমান কোষাধ্যক্ষ এ,কে,এম মাহমুদুল হক সজিব।জানা যায়,অ্যাসোসিয়েশনের অন্যান্য পদেও কোন পরিবর্তন আনা হয়নি।সভায় এলাম্নাই এসোসিয়েশনের সহ-সভাপতি বিজয় কুমার মজুমদারের প্রস্তাবে এবং সর্ব সম্মতিক্রমে পুরনোদের নিয়ে নতুন করে এ কমিটি অনুমোদিত হয়।