দেবব্রত পাল বাপ্পী।।
কুমিল্লার লালমাই উপজেলা পেরুল দক্ষিন ইউপিতে সোমবার (১১ জুলাই) বিকেলে কনকশ্রী উন্নয়ন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত (তৃতীয়) ঈদ পূর্নমিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: অলিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নেবী রহমান, ৬নং পেরুল দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাষ্টার হারুনুর রশিদ, ৭নং ওয়ার্ড মেম্বার মো. ছায়েদুল ইসলাম তিতু, মহিলা মেম্বার নিলুফা বেগম, ৬নং পেরুল দক্ষিন ইউনিয়ন যুবগলীগের সভাপতি মো. খোকন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ছাত্রলীগ সভাপতি মো. নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আরিফ, কৃষকলীগের সভাপতি মো. দুলাল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সাগর মজুমদার, যুবলীগের সভাপতি মো. রফিক, কনকশ্রী মধ্যমপাড়া লামাই উ:আওয়ামীলীগের সদস্য তিতু মিয়া, ভারপ্রাপ্ত সর্দার মো. আ: কালাম, সর্দার মো: আব্দুল লতিফ প্রমুখ।
উল্লেখ্য, প্রীতি ফুটবল ম্যাচে কনকশ্রী যুবকল্যাণ সংঘ ২-০ গোলে কনকশ্রী উন্নয়ন সমাজ কল্যাণ সংঘ পরাজিত করে, বিবাহিত দল অবিবাহিত দলকে ২-১ পরাজিত করে এবং আকষর্নীয় ৫০ বছর উর্ধ্ব পুরুষ দল নির্ধারিত সময় হাড্ডাহাড্ডি খেলা হয় ট্রাইবেগারে খেলা ড্র হলে পরে টসের মাধ্যমে তিতু সর্দার দল জয় লাভ করে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দদেরকে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের অধিনায়কের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
এছাড়া পাতিল খেলায় অতিথিবৃন্দদের মধ্যে ৭নং ওয়ার্ড মেম্বার ছায়েদুল ইসলাম তিতু জয় লাভ করে ট্রফি তুলে নেন। ছোট ছোট ছেলেরা কলা গাছে তেল মেখে উপরে উঠার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জাবেদ হোসেন।