দেবব্রত পাল বাপ্পী।।
কুমিল্লার লাকসামে সোমবার পৌরশহর উত্তর বাজার জাহাঙ্গীর মার্কেটের দোতলায় দু‘দিনব্যাপী অনুষ্ঠানে লাকসাম এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ভিডিসি ও চাউল্ড ফোরামের সভাপতি ও সদস্যবৃন্দের ৫০ বছর অনুষ্ঠান উদযাপন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রূপান্তরমুখী উন্নয়নে ৫০ বছর উদ্যাপন বাংলাদেশের সকল শিশুর জন্য আশা আনন্দ ও ন্যয্যতার স্বর্নালী সম্পর্কে আলোচনা সভায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন লাকসাম প্রোগ্রাম অফিসার লাকী গোমেজের সঞ্চালনায় রবিবার পৌরশহরের ৮টি ওয়ার্ডের ভিডিসি সভাপতি যথাক্রমে উত্তর লাকসাম চাঁন্দ মিয়া, নশরতপুর মো. জাহাঙ্গীর, গন্ডামারা ওবাইদুল্লাহ, পেয়ারাপুর বিল্লাল হোসেন, কোমাড়ডোগা জহির, বিনই মানিক, শ্রীপুর মো. আলী, মিস্ত্রী আবু ইউছুফসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
এছাড়া সোমবার চাইল্ড ফোরামের আলোচনা সভায় বাল্য বিবাহ ও শিশু নির্যাতন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন লাকসাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি‘র প্রোগ্রাম অফিসার লাকী গোমেজ, উত্তর লাকসাম ভিডিসি সভাপতি চাঁন্দ মিয়া, সেক্রেটারী জাহাঙ্গীর, গন্ডামারা ভিডিসি সভাপতি ওবাইদুল্লাহ, শ্রীপুর সহ-সভাপতি মাহফুজা, হাইল্ড ফোরাম সভাপতি আলিফ, পেয়ারাপুর সাথী, নশরতপুর মেহদেী, মিশ্রী অরন্য ভদ্র, শ্রীপুর আশিক সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য উত্তর লাকসাম চাইল্ড ফোরামের উদ্যোগে বাল্য বিবাহ বিষয়ক মনোমুদ্ধকর নাটক পরিবেশন করেন। পরে অনুষ্ঠানে অতিথিবৃন্দ নাটকে অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
লাকসাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার লাকী গোমেজ বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবসময় শিশুদের শিক্ষা কার্যক্রম, নির্যাতন, পুষ্টি ইত্যাদি বিভিন্ন বিষয় কাজ করে আসছে। ইতি মধ্যে নারী নির্যাতন ও প্রতিবন্ধী লাকসাম থানায় সার্ভিস ডেক্স বা হেলফ ডেক্স চালু করেছে। আপনাদের এলাকার কোন শিশু নির্যাতন, বাল্য বিবাহ, নারী নির্যাতন, প্রতিবন্ধী ব্যাপারে কোন অভিযোগ থাকলে ভিডিসি সভাপতিগণদের অবহিত করবেন। এছাড়াও তিনি ৫০ বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন পরিকল্পনার ব্যাখা দেন।