২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৩১| বর্ষাকাল|
শিরোনাম:
পি.আর. পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীদের সম্ভাবনা বিপন্ন- ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী যানজট নিরসনে ‘মানবিক কুমিল্লা’র আবু-ওয়াসিমের উদ্যোগ  মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের অভিযোগ, প্রকৃতপক্ষে বাস্তবে যা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া-৫ এ ক্লিন ইমেজের প্রার্থী আলী আজ্জম জালাল নরসিংদী-২ এ বিএনপি’র দুই প্রার্থী মাঠে; ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে এগিয়ে এড. বাসেদ দেবিদ্বারে ব্যারিস্টার রেজভিউল মুন্সী’র উদ্যোগে শহীদ ছাব্বিরের বাড়ির সড়ক সংস্কার বিজেএমই নির্বাচনে জয়ী হওয়ায় সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত ড. হোসাইনী ফেনীতে তারেক রহমানের পক্ষ থেকে দুস্থদের জন্য গরু কোরবানি কর্নেল আজিম একজন আধ্যাত্মিক নেতা ছিলেন-ড. রশিদ আহমেদ হোসাইনী কালির বাজার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন

আজকের শিক্ষার্থীদের শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে- এমপি বাহার

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪,
  • 128 Time View

ফজলুল হক জয় ও নেকবর হোসেন।।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর ও সিটি কর্পোরেশন) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, জাতিরপিতা বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ স্বপ্ন দেখছেন ৪১ সালের ধনী জ্ঞান নির্ভর সুন্দর বাংলাদেশ। আজকের শিক্ষার্থীদের শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা ৩০ লাখ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ অর্জন করেছি তা যেন বৃথা না যায়। প্রিয় নেত্রী শেখ হাসিনা স্বপ্ন-স্মার্ট বাংলাদেশ তৈরীর প্রস্তুতি নিতে হবে। আজকের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে ২০৪১ সালের বাংলাদেশের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, আমাদের কুমিল্লা আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অনন্য উদাহরণ। যখন দেখি কুমিল্লার দুইজন সন্তান প্রধান বিচারপতি হয়,দুইজন সেনা প্রধান হয়, দুইজন কেবিনেট সচিব হয় , তখন মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্নতো এই কুমিল্লায়ই বাস্তবায়িত হচ্ছে। ঐতিহ্যের কুমিল্লার ঐতিহ্যকে ধারন করে এগিয়ে যাচ্ছে কুমিল্লার দুইটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় ও কুমিল্লা জিলা স্কুল। এ দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। প্রতিষ্ঠানের এই ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।
বর্ণিল আয়োজনে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এসময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক অতীশ সাহা,কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ, কাউন্সিলর মনজুর কাদের মণি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অতিথি ও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী কয়েকজন ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সহ অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category