২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:৩১| হেমন্তকাল|
শিরোনাম:
তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলেন আক্তারুজ্জামান সরকার কুমিল্লা-৫ এ ধানের শীষকে বিজয়ী করতে হলে ডা: শাহীনের বিকল্প নেই বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ এ ধানের শীষকে বিজয়ী করতে হলে ড. জাহাঙ্গীরের বিকল্প নেই যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণ আমাকে চায়-মনোয়ার সরকার কুমিল্লা সিটিকে যানজট মুক্ত রাখতে করণীয় রাঙ্গুনিয়ায় প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে নাসিমের নেতৃত্বে চলে ভয়াবহ কর্মকান্ড চট্টগ্রামে-১ থেকে বিএনপির মনোনয়ন চাওয়া নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার কুমিল্লা-২ এ বিএনপি’র মনোনয়ন পেতে কাজ করছেন সম্ভাবনাময়ী দুই তরুন কুমিল্লায় বিশ্ব পোলিও দিবস উদযাপন

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি — মুজিবুল হক চুন্নু ।

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৩, ২০২৩,
  • 172 Time View


সাকলাইন যোবায়ের ,কুমিল্লা সদর ।।
জাতীয় পার্টির মহাসচিব এড মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগের ওপর অসন্তুষ্ট। মানুষ মন থেকে দুটি দলকে চায় না। আমরা আগামী নির্বাচনে মানুষের প্রত্যাশা অনুসারে এ দু দলের বাইরে জাতীয়পাটিকে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের কাঙ্খিত লক্ষে নিয়ে যেতে চাই।
শনিবার (১৩ মে) বিকেলে কুমিল্লার টাউনহল মিলনায়তনে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমরা আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চাই না। বিগত নির্বাচনে বিএনপিকে সাপোর্ট না করে আওয়ামী লীগকে সাপোর্ট করলে তারা সুশাসন কায়েম করবে, দুর্নীতি বন্ধ করবে, মানুষের কল্যাণ করবে, লুটপাট করবে না। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি। এই দুটি দল। লুটপাট করেছে দু:শাসন থেকে মানুষ মুক্তি চায়।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস‌্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব এড রেজাউল করিম ভূঁইয়া।
মহানগর জাপার আহবায়ক ও বিরোধী দলীয় হুইপ অধ‌্যক্ষ রওশন আরা মান্নান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন জাপা জেলার সভাপতি এয়ার আহমেদ সেলিম,বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‌্য ও জেলা জাপার সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহন ,জাপা কেন্দ্রীয় সদন‌্য ও জেলা জাপার সহ-সভাপতি আলহাজ্ব আলমগীর কবির মজুমদার ,লুৎফুর রহমান খোকন ,সাবেক এমপি আমির হোসেন ভূইয়া মহানগর জাপার সদস‌্য সচিব ক‌াজী মোঃ নাজমুল।
এর আগে জাপার দলীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি মজিবুল হক চুন্নু। পরে সম্মেলনে অধ্যক্ষ রোশনারা মান্নান এমপিকে সভাপতি ও, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম সেলিম, সাধারণ সম্পাদক হিসেবে হাজী মোঃ নাজমুল নাম ঘোষণা করেন দলের মহাসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category