ফজলুল হক জয়।।
গতকাল আফজাল খান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজাল খান অ্যাডভোকেট ও তার ছেলে এফবিবিসিআই’র পরিচালক সদ্য প্রয়াত মাসুদ পারভেজ খান ইমরানের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আগামী সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়েছেন বর্তমানে সংরক্ষিত মহিলা আসনের এমপি আনজুম সুলতানা সিমা।
বক্তব্যের প্রাক্কালে তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা ও তার ছোট ভাই মাসুদ পারভেজ খান কে স্মরণ করে বলেন, ইমরান খানের স্বপ্ন ছিল আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া। আপনারা জনগণ যদি আমার সঙ্গে থাকেন আমি তার সেই স্বপ্নকে পূরণ করতে চাই। আমি ইতিমধ্যে নেত্রীর সঙ্গে দেখা করেছি। নেত্রী বলেছে কাজ করে যেতে। এতে উপস্থিত জনতা তার সাথে একাত্মতা ঘোষণা করে।
সীমা বলেন,অনেকে ভেবেছে তাদের পথের কাঁটা শেষ। কিন্তু আল্লাহ চাইলে কোন কিছুই শেষ হয় না।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে ইফতারের অংশগ্রহণ করেন।