ফজলুল হক জয় |
কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া বলেন, দীর্ঘ সময় পর আমরা এই ইউনিয়নে জনসভা করতে পারছি।স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আমি এবং আমার নেতাকর্মীরা অনেক হয়রানির শিকার হয়েছে।আওয়ামীলীগ পালিয়েছে কিন্তু তাদের দোসরা অর্থাৎ নামধারী বিএনপিরা তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত।নাঙ্গলকোটে কোন ষড়যন্ত্র কাজে আসবে না ইনশাআল্লাহ।
নাঙ্গলকোটকে পুনরায় একটি স্বতন্ত্র সংসদীয় আসন করার আহ্বান জানিয়ে আব্দুল গফুর ভূঁইয়া বর্তমান সরকারের কাছে খুব দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দেয়ার অনুরোধ জানান।তিনি বলেন, আমি পুনরায় এমপি নির্বাচিত হলে প্রত্যেকটি বাড়ির রাস্তা সুন্দরভাবে নির্মাণ করা হবে, নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে কুটির শিল্প স্থাপনের ব্যবস্থা নেয়া হবে,নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শুক্রবার(৬ ডিসেম্বর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর বাজার হাইস্কুল মাঠে মক্রবপুর ইউনিয়ন বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর ভুঁইয়া আরো বলেন,যারা কমিটি বাণিজ্যে লিপ্ত,তাদেরকে অন্তত এই নাঙ্গলকোটের মাটিতে জায়গা দেয়া হবে না।আমাদের নেতা তারেক রহমান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন,কমিটি বাণিজ্য বন্ধ করতে হবে।যাদেরকে জনগণ চায় তারাই আগামী দিনের জনপ্রতিনিধি হবে”
বিএনপি নেতা ও সাবেক মেম্বার মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু,সাবেক পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মুকুল,দৌলখাঁড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুশু,নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ খোরশেদ আলম,জোড্ডা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক যুবদল নেতা নাসির উদ্দিন ,সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম,সালেহ আহমদ ও ওমর ফারুক প্রমুখ।