অনলাইন ভিত্তিক ফেইসবুক ই-কমার্স গ্রুপ চট্টগ্রাম ই-শপ বিজনেস কমিউনিটির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর উইন্ড অব চেঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা শাহেলা আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাপ শেকাপ গ্রুপের প্রতিষ্ঠাতা জুহি চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যারা উদ্যোক্তা আছেন তারা তাদের কাজকে তুলে ধরতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। হিংসাত্মক মনোভাব না রেখে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। অনেক গ্রুপ হচ্ছে এবং হবে কিন্তু আমাদের একসাথে থাকতে হবে।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, খুবই ভালো লাগছে আজকের আয়োজন। সব কাজে বাঁধা থাকবে, আমারও ছিলো, আমি আজকে আসার পিছনে মেকাপ শেকাপ একদিনে হয়নি। অনেক বাঁধা বিপত্তি পেরোতে হয়েছে। আপনারা সবাই মিলে মিশে একযোগে একে অপরের সাথে সহমর্মিতামুলক মনোভাব পোষণ রেখে সামনে এগিয়ে যান, আমরা সবসময় আপনাদের পাশেই থাকবো। সিইবিসি গ্রুপের জন্য আমার শুভ কামনা রইলো।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ই-কমার্স গ্রুপের এডমিন প্যানলগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন সিইবিসি গ্রুপের এডমিন প্যানেল তানিয়া ইসলাম, ফাহিমা আকতার মাহি, আইমুন লোপা। গ্রুপের উদ্দেশ্য তুলে ধরে তারা বলেন, সকল গ্রুপের উদ্যক্তাদের নিয়ে আমাদের নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি আমাদের পন্যগুলো যেন সহজ এবং সাবলীল ভাবে বিক্রি করার সুযোগ পাই, একে অপরের সাথে আস্থা ও নির্ভরযোগ্য সম্পর্ক গড়ে তুলতে পারি এবং গ্রুপে আমরা নিজেদের এক্টিভিটির মাধ্যমে খুব সহজেই যেন আমাদের পন্যগুলোকে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারি, তার জন্যই সিইবিসির প্রথম এই আয়োজন।
মডারেটর প্যানেলের মধ্যে হামিদা বেগম, কানেথ পল্ কোস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও টাইটেল স্পন্সর করেছেন স্কিন কেয়ার সিটিজি’র প্রতিষ্ঠাতা মিতা রহমান।
ফটোগ্রাফী স্পন্সর করেছেন মেকিং মেমোরিস বাংলাদেশ।
সাপোর্টিং এবং কেক স্পন্সর করেন, ফারিয়া, মাইশা, সাফিয়া, মির আবির, কবির, নাফিসা,শিফাত, কাউসারি, শরীফ, হিরা, মুরাদ, নিলুফা এবং সুলতান।